Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

minor irrigation offgce .sagorpara dhap rangpur

 জীবনযাত্রার মান উন্নয়ন এবং কৃষি উপকরন কৃষকদের দোর গোরায় পৌছে দেয়ার লক্ষ্যে ১৯৬১ সনের ১৬ অক্টোবর তারিখে ৩৭ নম্বর অধ্যাদেশ বলে ইষ্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নামে পরিচিত। বিএডিসি‘র ক্ষুদ্রসেচ উইং এর আওতায় ১৯৮২ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) হিসাবে রংপুরে একটি সার্কেল দপ্তর খোলা হয়। এই সার্কেল দপ্তরটি বর্তমানে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার আতাধীন সকল উপজেলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে। যাহা-

 

০১। নির্বাহী প্রকৌশলী (রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট)।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) দপ্তরটি রংপুর শহরের বাংলাদেশ ব্যাংক হতে উত্তরদিকে বুড়ির হাট রোডে রেডিও বেতার সংলগ্ন সেচ ভবন অবস্থিত।